প্রকাশঃ ০১ জানুয়ারী, ২০২৫ ০৯:১১:০১
| আপডেটঃ ০৪ জানুয়ারী, ২০২৫ ১২:৫৭:৪২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দাদের জন্য আধুনিকমানের পোষাক সরবরাহ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে
দেশের সুনামধন্য প্রতিষ্ঠান শৈল্পিক।
বুধবার (১ জানুয়ারী) বিকেলে বান্দরবান বাজার এলাকার চৌধুরী মার্কেট সংলগ্ন প্রধান সড়কের পাশে সুবিশাল এই শোরুমের উদ্বোধন করা হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে শৈল্পিক এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শৈকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উজ্বল দাশ, ব্যবসায়ী মো.আলমসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শৈল্পিক এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শৈকত আলী জানান, দেশের অন্যান্য জেলারমত বান্দরবানের জনগনকে সুলভমুল্যে আধুনিক ও দৃষ্টিনন্দন পোষাক সরবরাহ করার লক্ষ্যে সুবিশাল এই শোরুমের যাত্রা শুরু হয়েছে, আর এই শোরুমে পুরুষের পাশাপাশি নারী ক্রেতারা ও স্বাছন্দে তাদের কেনাকাটা করতে সক্ষম হবে।