প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৬:১৭:২৬
| আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ০৩:০৬:৪২
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সড়কপথে বান্দরবান সদর থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার যান। পরে তিনি আগুনে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী এবং এলাকা পরিদর্শন করেন।
এসময় এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন পার্বত্য উপদেষ্টা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পার্বত্য উপদেষ্টা বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সকলের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট রয়েছে এবং আইনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে। এসময় পার্বত্য উপদেষ্টা আরো বলেন, এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। যে মানুষগুলো আজ ঘর পুড়ে কষ্ট পাচ্ছে তাদের আমরা সহযোগিতা করবো, শুধু তাই নয় প্রধান উপদেষ্টাও এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন এবং আমাকে নির্দেশ দিয়েছে ক্ষতিগ্রস্থদের যা প্রয়োজন তা ব্যবস্থা করে দেয়ার। আমরা যতটুকু পারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সমন্ধয়ে আমরা ক্ষতিগ্রস্থদের পাশে আছি , আগামীতেও থাকবো। এসময় পার্বত্য উপদেষ্টা আরো বলেন, জমি নিয়ে যে বিরোধ রয়েছে তা আইনের মাধ্যমে নিস্পত্তি করা হবে। এসময় পার্বত্য উপদেষ্টা দুর্গম এই এলাকাটিতে স্থানীয় চাহিদার ভিত্তিতে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনকে নিদের্শনা প্রদান করেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাওছারসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় পর ২৫ডিসেম্বর বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া টঙ্গ ঝিরি এলাকার বাসিন্দা গুঙ্গামনি ত্রিপুরা (৭২) নামে এক বাসিন্দা ৭জনকে আসামী করে লামা থানায় একটি মামলা দায়েরের প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে এরই মধ্যে ৪জনকে আটক করে আদালতে সোর্পদ করে আর আদালত ৪আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে মামলার অন্যান্য আসামীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
প্রসঙ্গত: মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনগতরাতে পাড়াবাসী পাশের টংগঝিরি পাড়ায় বড়দিন উপলক্ষে প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তের দেওয়া আগুনে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।