প্রকাশঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:১৩:৫৯
| আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ০২:১০:৪৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ত্রিপুরা সম্প্রদায়ের দুইটি গ্রুপের আধিপত্য ও দ্বন্দের জের ধরে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের অর্ন্তগত ৮নং ওয়ার্ড এর পূর্ব বেতছড়া টঙ্গঝিরি পাড়াতে ১৬টি মাচাং ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানায় পুলিশ।
২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বান্দরবান পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ২৫ডিসেম্বর রাতে পূর্ব বেতছড়া টঙ্গঝিরি পাড়াতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে আর ঘটনার পর টঙ্গঝিরি পাড়ার বাসিন্দা আস্তানিয়া ত্রিপুরার ছেলে গুঙ্গামনি ত্রিপুরা (৭২) বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করে।
চাঞ্চল্যকর ঘর পোড়া এই মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান শুরু করে এবং লামা উপজেলার সরই ইউনিয়নের বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মসৈনিয়া ত্রিপুরা (৪৪), যোয়াকিম ত্রিপুরা (৫২) এবং ইব্রাহীম (৬৫) নামে মামলার এজাহারভুক্ত ৪ আসামীকে আটক করে।
পুলিশ জানায়, আটককৃত আসামীসহ অন্যান্য আসামীরা বাদী গুঙ্গামনি ত্রিপুরা ও ভিকটিমগণের কাছ থেকে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে আসতেছিল, দাবীকৃত চাঁদা না পাওয়ায় গত ২৫ডিসেম্বর বাদী ও অন্যান্য ভিকটিমরা বাড়ীতে না থাকার সুযোগে আসামীরা রাতে মাচাং ঘরে আগুন ধরিয়ে দিলে ১৬টি মাচাং ঘর পুড়ে যায়। এই ঘটনায় আনুমানিক ৪লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে।
পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা চাঞ্চল্যকর ঘর পোড়া মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্যান্য আসামীদের আটকে পুলিশের অভিযান চলছে।
বান্দরবান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মামলা দায়েরে প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং লামা থানা পুলিশের তৎপরতায় এজাহারনামীয় ৭ জন আসামীর মধ্যে ৪জনকে আটক করা হয়েছে এবং বাদবাকী আসামীদের ধরতে পুলিশ কাজ করছে।
এদিকে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, পূর্ব বেতছড়া টঙ্গঝিরি পাড়াতে অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পাওয়ায় পরপরই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশ দ্রুত সময়ে ঘটনায় জড়িত ৪জনকে আটক করেছে। জেলা প্রশাসক আরো জানান, এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।