রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

লক্ষীছড়ির দুর্গম গ্রামে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল

প্রকাশঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০২:৩০:১০ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৫:৩৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বিগত বর্ষার সময় সৃষ্ট বন্যার পর থেকে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন উপজেলার  দুর্গম এলাকায় বিভিন্ন ধরনের রোগী, গর্ভবতী মা কিশোরীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ঔষধ প্রদান করে আসছে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।

 

তারই ধারাবাহিকতায় বুধবার লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি ইউনিয়নের ধুরুং কমিউনিটি ক্লিনিক মাঠে  মোবাইল মেডিকেল ক্যাম্প  এর মাধ্যমে দুর্গম এলাকার রোগীদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ঔষুধ প্রদান করে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।

 

জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন লক্ষীছড়ি স্বাস্থ্য   পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আতাউর রহমান চৌধুরী

 

সময় তিনি বলেন লক্ষীছড়ি অত্যান্ত দুর্গম এলাকা এলাকায়  যাতে কোন গর্ভবর্তী মা যেন বাসা বাড়ীতে অদক্ষ ধাত্রী দিয়ে সন্তান প্রসব না করান। সে পরামর্শ দেন। এছাড়া সরকার প্রতিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র, স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনিকে দক্ষ মিডওয়াইফ নিয়োগ দিয়েছেন। এবং সেখানে ২৪ ঘন্টা ডেলিভারী করানো হয়। যা সর্ম্পূন বিনামূল্যে।  যারা ক্লিনিকে এসে ডেলিভারী করাবেন তারা একসেট বেবি কিট পাবেন। তাই তিনি নিরাপদ প্রসবের  জন্য সকল গর্ভবতী মাদের স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য ক্লিনিকে সন্তান প্রসব করানো পরামর্শ দেন।  

 

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালের  মেডিকেল অফিসার ডা: এন এম ইমিতয়াজ চৌধুরী, লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ মাসুমা আক্তার, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা।

 

ছাড়া আরো উপস্থিত ছিলেনগ্রীন হিলের  প্রকল্প কর্মকর্তা তরুন দেওয়ান  প্রমুখ।

 

উক্ত মেডিকেল ক্যাম্পে লক্ষীছড়ির বিভিন্ন এলাকার প্রায় দেড়শতাধিক সাধারন রোগীসহ কিশোরী গর্ভবতী মাকে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ দেয়া হয়।

 

মূলত দুর্গম এলাকার গর্ভবতী নারী কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য  চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ স্বাস্থ্য  সচেতনতার জন্য মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions