আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী মনিকাকে সেনাবাহিনীর সংবর্ধনা বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ৪জন সচেতনতা তৈরিতে রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহের উদ্বোধন জেলা পরিষদে বঞ্চিত' ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় সপ্তম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার দীঘিনালার বেতছড়ির রিয়াজ উদ্দিনের ছেলে মো. আকতার, একই এলাকার আ. ছাত্তারের ছেলে আসাদুল ইসলাম ও ইউনুছ আলীর ছেলে মোবারক হোসেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা পলাতক রয়েছে। এ মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় অপর ৪ আসামীকে খালাস দেয়া হয়েছে।
২০১১ সালের ২৫ ফেব্রুয়ারী দীঘিনালার বেলছড়ি এলাকা থেকে সপ্তম শ্রেশীর শিক্ষার্থী নুরুল আমিন হৃদয়কে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারী দীঘিনালা থানায় মামলা হয়। ১৭ জনের সাক্ষ্য শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত করে রাষ্ট্রপক্ষ। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।