খাগড়াছড়িতে অপহরণের পর হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২৪ ০৪:১৭:০৫ | আপডেটঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫৬:০৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় সপ্তম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার ঘটনায় জনকে যাবজ্জীবন সাজা অর্থদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন রায় দেন।

 

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার দীঘিনালার বেতছড়ির রিয়াজ উদ্দিনের ছেলে মো. আকতার, একই এলাকার . ছাত্তারের ছেলে আসাদুল ইসলাম ইউনুছ আলীর ছেলে মোবারক হোসেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা পলাতক রয়েছে। মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় অপর আসামীকে খালাস দেয়া হয়েছে। 

 

২০১১ সালের ২৫ ফেব্রুয়ারী দীঘিনালার বেলছড়ি এলাকা থেকে সপ্তম শ্রেশীর শিক্ষার্থী নুরুল আমিন হৃদয়কে অপহরণ করে হত্যা করা হয়। ঘটনায় ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারী দীঘিনালা থানায় মামলা হয়। ১৭ জনের সাক্ষ্য শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত করে রাষ্ট্রপক্ষ। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।