প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২৪ ০৯:৪৪:৫৪
| আপডেটঃ ০৮ ডিসেম্বর, ২০২৪ ০১:১০:২৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের এক রোহিঙ্গা আহত হয়ে বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, দুপরে জিরো লাইনের পাশে জমিতে যায় রোহিঙ্গা নাগরিক নুরুল হক(৫০)। এসময় হঠাৎ বিকট শব্দ পায় স্থানীয়রা, পরে স্থানীয়রা গিয়ে আহত অবস্থায় নুরুল হককে উদ্ধার করে, এসময় মাইন বিস্ফোরণে বৃদ্ধের বাম পা ছিড়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আহত বৃদ্ধ নুরুল হককে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিক্সা করে ঘটনাস্থল থেকে কক্সবাজারের কুতুপালং এম এস এফ হাসপাতালে নেয়া হয়। আরো জানা যায়, আগে থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এ এ)সীমান্তের জিরো লাইনে বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরো জানান, আহত ব্যক্তি একজন রোহিঙ্গা নাগরিক।