জেলা পরিষদ থেকে হত্যা মামলার আসামী, আওয়ামীলীগের দোসরদের প্রত্যাহারের দাবি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে জেলা বিএনপি’র জনসমাবেশ এনসিটিএফের রাঙামাটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লংগদুতে ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ পুলিশকে দিলো বিজিবি কাপ্তাই বিজিবির উদ্যোগে জুরাছড়ির দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে কাউখালী সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি, আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিম রানা, সাবেক কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির,রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দীন,কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, কাউখালি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব আজিজুল ইসলাম সুমন সহ উপজেলা ছাত্রদলের নেত্বিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আওয়ামী সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চায় এসব বিষয় জানছি।শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। ছাত্রদল ও ছাত্রলীগ যে সম্পূর্ণ আলাদা সেটা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেব।