জেলা পরিষদ থেকে হত্যা মামলার আসামী, আওয়ামীলীগের দোসরদের প্রত্যাহারের দাবি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে জেলা বিএনপি’র জনসমাবেশ এনসিটিএফের রাঙামাটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লংগদুতে ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ পুলিশকে দিলো বিজিবি কাপ্তাই বিজিবির উদ্যোগে জুরাছড়ির দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।
সোমবার (১১নভেম্বর) সকালে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের পৌয়ামহুরী সিমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশে সময় তাদেরকে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি পৃথক অভিযানের মাধ্যমে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩১ শিশু রয়েছে এবং বাকি ৫০ জন প্রাপ্ত বয়স্ক।
তথ্য সূত্রে জানা গেছে,মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করানো হয়, এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে এই রোহিঙ্গারা অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সীমান্ত এলাকা, বাসস্ট্রেশানসহ বিভিন্ন এলাকা থেকে আটক করে।
মোঃ শফি উল্লাহ নামের এক রোহিঙ্গা নাগরিক বলেন, ৮ লক্ষ টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে আলীকদমে কয়েকটি সীমান্ত দিয়ে তারা আমাদের কে পাঠিয়েছে। তিনি আরও বলেন, দালাল চক্রের সদস্যরা টাকা নেওয়ার পরে আমাদেরকে আলীকদম বাস্ট টার্মিনাল থেকে গাড়িতে করে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানোর সময় আমাদের পুলিশ আটক করে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, সকালে ৩টি পৃথক অভিযানে আলীকদমের বিভিন্নস্থান থেকে এই রোহিঙ্গা নাগরিকদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে , আপাতত তাদের কে বিজিবির কাছে হস্তান্তর করা হবে।