শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান থানজামা লুসাই

প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৭:১০ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৭:৩০:১৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। দীর্ঘ তিন মাস বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকার পর অন্তর্র্বতীকালীন সরকারের পক্ষ থেকে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জনকে সদস্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্র্বতীকালীন পরিষদ পুর্নগঠন করা হলো।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান ,সদস্য পদে রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খামলাাই ¤্রাে, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, এ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক এর নাম প্রকাশ করা হয়।

 এদিকে দীর্ঘ ৩মাস অচলাবস্থার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করায় জনমনে অনেকটাই স্বস্থি এসেছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান,দ্রুত সময়ে চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্বভার গ্রহণ করবেন এবং বান্দরবানবাসীর কল্যাণে কাজ করবেন এই প্রত্যাশা।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions