বৃহস্পতিবার | ০৫ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটি জেলা পরিষদে নতুনদের দায়িত্ব গ্রহণ, প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২৪ ০৫:২২:৫০ | আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৮:০৭:৪৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সদস্য মনোনয়নে আপত্তির মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে পুনর্গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবতীকালীন পরিষদ। রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারসহ ১৫ সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো. শিবলী নোমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী  বিরল বড়ুয়াসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্বগ্রহণের দিন জেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। এদিকে, দায়িত্বভার গ্রহণের পর জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করব। সততার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাবো। জেলা পরিষদের নবগঠিত পরিষদকে সহযোগিতা করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

এর আগে, গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদ গঠন করা হয়।

নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যরা হলেন- দেব প্রসাদ দেওয়ান, প্রণতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, ক্যওসিংমং, নাইউ প্রু মারমা, ড্যানিয়েল লাল মুয়ান পাংখোয়া, রাঙাবি তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মো. হাবিব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসা বেগম। সদস্য মনোনয়নে আপত্তি উঠে পরিষদ ঘোষণার দিন থেকেই। এনিয়ে অনলাইন-অফলাইনেও চলে সমালোচনা।

এদিকে, রোববার সকালে জেলা পরিষদের নতুন পর্ষদের দায়িত্বগ্রহণের দিনই জেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে সেখানে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী ও 'ফ্যাসিবাদী' আওয়ামী লীগের দোসরদের পরিষদের দায়িত্বে আনা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions