প্রকাশঃ ০৫ অগাস্ট, ২০২৪ ১২:০৭:২৪
| আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২৯:০৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’কে ঘিরে সহিংসতার কারণে রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সারাদেশের ন্যায় বান্দরবানে চলছে অনির্দিষ্টকালের কারফিউ।
অনির্দিষ্টকালের কারফিউর কারণে জেলাজুড়ে আতংক বিরাজ করছে, জরুরী প্রয়োজন ছাড়া সাধারণ জনগণ সড়কে কম চলাচল করছে।
এদিদে কারফিউ আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বান্দরবানে সকল ধরণের গণ পরিবহণ বন্ধ রয়েছে। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের কোন প্রান্ত থেকে কোন গণপরিবহণ জেলায় প্রবেশ করেনি এবং জেলা বাসস্ট্যান্ড থেকে কোন গণপরিবহণ ছেড়ে যায়নি। সকল বাস কাউন্টারগুলো রয়েছে বন্ধ আর এতে চরম বিপাঁকে রয়েছে সাধারণ যাত্রীরা।
এদিকে সরকার ঘোষিত তিনদিনের সাধারণ ছুটি ঘোষণার পর সকাল থেকে জেলার সকল সরকারি প্রতিষ্টানে কর্মকান্ড বন্ধ রয়েছে সেই সাথে বন্ধ রয়েছে সকল ব্যাংকের কার্যক্রম।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’ এর কারণে জেলাজুড়ে পুলিশ ও বিজিবির সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা গিয়েছে এবং গুরত্বপূর্ণ স্থাপনার সামনে অতিরিক্ত আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে ।