সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

উপদেষ্টাদের প্রতি আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর ক্ষোভ

প্রকাশঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৭:৪৪ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৩:৪৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রোববারের সম্প্রীতি সভায় উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কেএস মং বলেন, গতকাল (শনিবার) রাতেও রাঙামাটির মানুষ আতঙ্কে ছিল। কারণ উপদেষ্টাদের কাছ থেকে আমরা কোনো মেসেজ পেলাম না। তারা রাঙামাটিতে এসে কোনো ঘটনার স্থান পরিদর্শন করেননি। উনারা আঞ্চলিক পরিষদ পরিদর্শন করলে, মসজিদ-কেয়াংসহ ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করলে দেশের মানুষ, পাহাড়ের মানুষ একটা মেসেজ পেতো। আজ (রোববার) জেলাপ্রশাসকসহ আপনারা পরিদর্শন করেছেন।

তিনি আরো বলেন, রাঙামাটিতে সম্প্রীতি মিছিল করতে হলে জেলা পরিষদের প্রতিনিধি, আঞ্চলিক প্রতিনিধিদের সংযুক্ত করুন। আমরা শুধু হাত ধরে দাঁড়ালে একটা মেসেজ তৈরি হবে। আমরা সবাই অধৈর্য্য হয়ে গেছি। ঘটনার আগেরদিন মশাল মিছিল থেকে প্রোগ্রামের প্রস্তুতি থাকলেও আপনারা কেন ব্যবস্থা নিলেন না? সামনে পেছনে কোনো পুলিশ নেই। পাহাড়ে কিছু হলেই পাহাড়ি-বাঙালি হামলা-দাঙ্গা হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে মনুষ্যত্ব কি এতই বিলুপ্ত হয়ে গেছে। আমরা সম্মিলিতভাবে এটাকে মোকাবিলা করতে চাই।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions