প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২৯:১০
| আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৫:০৪:৩৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। কয়েক দিনের অজানা আতঙ্ক ও উৎকন্ঠা কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠেছে পাহাড়ী জনপদ খাগড়াছড়ি। সোমবার জেলা শহরের হাটে পাহাড়ী বাঙালীর উপস্থিতি হয়েছে বেশ। বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করতে এসে হাটে এমন উপস্থিতি। সড়কে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনের সংখ্যা। জেলা শহরের সব বিপনী বিতান ও দোকান খোলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
দূরপাল্লার সড়কে সরাসরি যান চলাচল না করলেও সীমিত সংখ্যক ব্যক্তিগত পরিবহন চলাচল করছে। অনেকে স্বল্প দূরত্বে চলাচলকারী পরিবহনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির সহিংসতার ঘটনায় জুম্ম ছাত্র জনতার ডাকা ৭২ ঘন্টার সড়ক অবরোধ শেষ হচ্ছে আজ।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবগুলো ঘটনায় সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।