প্রকাশঃ ১৯ মে, ২০২৪ ০৩:৫২:৩৬
| আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫৫:২৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গতকাল শনিবার রাঙামাটির লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের বড় হারিকাবা এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ২জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কাল রাঙামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ।
গতকাল ও আজ পৃথক বিবৃতিতে রাঙামাটি ইউপিডিএফের সংগঠক সচল চাকমা অবরোধ পালন করতে লঞ্চ মালিক ও বাস মালিক সমিতিসহ পরিবহন সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
বিবৃতিতে একই সাথে ২ ইউপিডিএফ কর্মী হত্যার প্রতি জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক শাস্তি ও সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ থেকে অপসারনসহ বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত: গতকাল (শনিবার) সকাল সাড়ে ৮টার সময় লংগদুর বড় হাড়িকাবা এলাকায় জেএসএসের হামলায় ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) ঘটনাস্থলে মারা যান।