শনিবার | ২৮ ডিসেম্বর, ২০২৪

বান্দরবানের রোয়াংছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক এক

প্রকাশঃ ০৬ ডিসেম্বর, ২০২৩ ০৯:১০:৩৩ | আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৭:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চশৈপ্রæ মারমা (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক চশৈপ্রæ মারমা ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বেংছড়ি পাড়ার মৃত. আপ্রুমং মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ১১বছর বয়সী শিশুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে পড়ে। শিশুটি চশৈপ্রু মারমা দ্বারা গত ৩মাস ধরে ধর্ষণের শিকার হয়ে আসছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী হওয়ার সুযোগে গত ২২নভেম্বর সর্বশেষ ধর্ষণের শিকার হলে শিশুটির শারিরীক অবস্থা খারাপ হতে দেখতে পেয়ে শিশুটির মাসি শিশুটির সাথে কথা বলে জানতে পারে শিশুটি ধর্ষিত হয়েছে।

এদিকে এই ঘটনা শিশুটির বড় ভাই জানতে পেরে বুধবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় রোয়াংছড়ি থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম জানান, ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ,এই বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions