শনিবার | ২৮ ডিসেম্বর, ২০২৪

পুলিশ হত্যার প্রতিবাদ জানিয়ে লংগদুতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশঃ ০৪ নভেম্বর, ২০২৩ ০২:৫১:২৪ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৭:২৪
সিএইচটি

 টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত হয়েছে

 

শনিবার ( নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে লংগদু থানার সামনে থেকে র‌্যালী বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়

 

কমিউনিটি পুলিশিং ডে' আলোচনা সভায় এস.আই শাহাবুর আলমের সঞ্চালনায় লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা কমিউনিটি পুলিশের আহবায়ক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সহকারী পুলিশ সুপার বাঘাছড়ি সার্কেল আব্দুল আওয়াল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার আকিব ওসমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য আসমা বেগম সহ বীর মুক্তিযুদ্ধা শাহনেওয়াজ ফারুক প্রমুখ

 

সভায় গত ২৮ অক্টোবর বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যার তীব্র নিন্দা জানায় বক্তারা। এছাড়াও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে সচেতন ভাবে কাজ করে যাওয়ার কথা বলা হয়। যেকোন অন্যায় অপরাধের কথা পুলিশের কাছে তুলে ধরার জন্যও বিশেষ ভাবে অনুরুধ করা হয়

 

শেষে কমিউনিটি পুলিশের শ্রেষ্ঠ দায়িত্বশীল এসআই শাহাবুর আলম, গ্রাম পুলিশ আল-আমিন, আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার নুরু মিয়ার হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions