মাজারে হামলা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ৮দফা দাবি শিক্ষার্থী তানজিনের চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার সড়ক নির্মাণে 'রিফ এন্টারপ্রাইজ'এর অনিয়মের তদন্তের দাবীতে মানববন্ধন সবার জন্য গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব: হাসনাত আবদুল্লাহ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।গতকাল ১০ মার্চ শুক্রবার ৪১তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৩ চাঁদপুর ভেন্যুর উদ্বোধনী খেলায় রাঙামাটি জেলা ২ উইকেটে মাদারীপুর জেলার কাছে হার দিয়ে টুর্মামেন্ট শুরু করলো।
সকালে টসে জিতে রাঙামাটির অধিনায়ক মোঃইলিয়াছ লেথাম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।ব্যাটিং করতে নেমেই মাত্র ১১ রানে রাঙামাটি উদ্বোধনী দুই ব্যাটসম্যান ইমন ও ঋত্বিককে হারায়।এরপর আমিনুল ইসলাম আকাশ ও নুরুল আলম জয়ের ভালো একটি পার্টনারশীপে রাঙামাটি ঘুরে দাঁড়ায়। জয় ৪০ করে আউট হলে আমিনুল আকাশ ও লেমন জুটি রাঙামাটিকে ভালো একটি স্কোরের দিকে নিয়ে যায়। শেষ দিকে স্পিনার রিপু মারমা ও রাশেদুল ইসলাম শান্তর ক্যামিও ইনিংসে রাঙামাটি ৫০ ওভারে ২৪৫ রানের ফাইটিং স্কোরে ইনিংস শেষ করে।রাঙামাটির পক্ষে আমিনুল ইসলাম আকাশ ৭৩,লেমন ৩৮,রিপু ১৯ ও রাশেদুল ইসলাম শান্ত ২২ রান করেন।
দুপুরে বিরতির পর মাদারীপুর জেলা দল ২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো কয়েকটি পার্টনারশীপে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৯.১ ওভারে ২৪৬ রান করে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।রাঙামাটির লেমন ৪ টি ও সাদ্দাম ২ টি করে উইকেট নেন ।মাদারীপুর জেলার রাকিবুল ৪৯,আবিদ ৪৪,আরিফ ২৮,জীবন ২৭,রাব্বি ২৭ রান করেন। রাঙামাটি পরবর্তী ২ টি ম্যাচ ১৪ মার্চ কক্সবাজার ও ১৭ মার্চ ঝালকাঠি জেলার সাথে রয়েছে।