শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটি‌তে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৩ ০৬:১৪:৪৬ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১২:৫৩:৫৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দীর্ঘদিন পর স্কুল এ্যাথলেটদের প্রানোচ্ছল অংশগ্রহনে রাঙামাটি সদর উপজেলা প্রসাশন উপজেলা ক্রীড়া সংস্থার জমকালো য়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী ) সকালে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে মিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত ) এস এম ফেরদৌস ইসলাম।  

 

প্রধান তিথি জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত ) এস এম ফেরদৌস ইসলাম লেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নান্দনিক বিকাশসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার মাধ্যমে দেশব্যাপী একটি ক্রীড়া আন্দোলন সৃষ্টির লক্ষ্যে স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। ভবিষ্যতের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠার জন্য এমন আয়োজন উদ্যোগ নেয়া য়েছে এর মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে এক অনবদ্য প্রাণচাঞ্চল্য প্রাণোদনা সৃষ্টি হবে বলে আশা করছি।

 

এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, সহকারী মিশনার ( ভুমি ) মাছুমা বেগম, ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমীর রিচালক ওয়াশিংটন চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন

 

প্রতিযোগিতায় উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রায় শতাধিক এ্যাথলেট অংশ গ্রহন রে। প্রতিযোগিতার প্রত্যেক ইভেন্টের ১ম,২য়, ৩য় হিসেবে ৯৬ জনকে ক্রেস্ট সনদপত্র প্রদান করা হয়। এর গে সকালে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 

 

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions