সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙ্গামাটির বিলাইছড়িতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বিলাইছড়ি থানার কমিউনিটি পুলিশিং ফোরাম - এর আয়োজনে বাজার প্রাঙ্গণে শতের অধিক মানুষের অংশগ্রহণে এ পুলিশিং হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় সভায় বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর - এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা ( রাসেল), থানা এস আই( নিঃ) অনুপ পাইক, এএসআই( নিঃ) মোঃ গিয়াস উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার, ব্যবসায়ী, সমাজের সাধারণ জনগণ থেকে শুরু করে বিশিষ্ট জন নেতা- নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
এসময় বক্তারা বলেন, সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধন অটুট থাকুক এবং সব ধর্মের মধ্যে বিগত দিনের ন্যায় পুলিশ জনতা, জনতাই পুলিশ, একে অপরকে সহযোগিতা করতে অনুরোধ করেন। এছাড়াও বর্তমান সমাজে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ,সাইবার ক্রাইম,নিজ সন্তানের প্রতি আরো বেশী দায়িত্বশীল এবং নারী দর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,পারিবারিক সুশিক্ষা প্রদান,নারীর প্রতি সহিষ্ণুতা প্রতিরোধে আইনি সহায়তায় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
বত্তারা আরো বলেন, অবাদে অন্যের জায়গায় জমি ও বাগানে গরু - ছাগল এবং অন্য কোন প্রাণী কারো ক্ষেত বা জমি ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল করা এবং নিজ দায়িত্বে লালন- পালন করা।যদি কারো জমি - বাগান ক্ষতি করে অভিযোগ পেলে পশু নিয়ন্ত্রন আইনে আওতায় আনা হবে বলেও জানা গেছে।
তাই রবি এবং সমগ্র মৌসুমে কৃষকরা যাতে সুন্দর ভাবে চাষাবাদ করতে পারে পশুপালন কারীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।