সোমবার | ১৪ অক্টোবর, ২০২৪

রাবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ মার্চ, ২০২২ ০৮:২১:৩১ | আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ ০৬:১০:৫৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস আজ মঙ্গলবার সকাল ১০টায় ঝগড়াবিলস্থ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সকালে একাডেমিক ভবনের পাঁচটি বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম কানুন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।   
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও  মাহবুব আরা, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক), নৃপেন চাকমা, পিএসটু ভিসি (সহকারী রেজিস্ট্রার), জনাব মোহাম্মদ কামরুল হাসান, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । 

উল্লেখ্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন বিষয় হিসেবে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি যুক্ত হয়েছে।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions