রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪

রাঙামাটির প্রবীণ সাংবাদিক ও সম্পাদক মকছুদ আহমেদকে সংবর্ধণা দিলো কাপ্তাই প্রেসক্লাব

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২০ ০৯:১১:১১ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১২:০৪:৫২
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার বাতিঘর চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতার ৫০ বছর পূর্তিতে সংবর্ধণা দিয়েছে কাপ্তাই প্রেস ক্লাব।

বুধবার (১১ নভেম্বর) সকালে কাপ্তাই প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে এ কে এম মকছুদ আহমেদকে কাপ্তাই প্রেস ক্লাবের পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, আজ হতে ৫০ বছর আগে তিনি পার্বত্যঞ্চলে প্রতিকূলতার মাঝে সাংবাদিকতা শুরু করেছেন, দীর্ঘ এই পথ চলায় তিনি সত্য প্রকাশ হতে কখনো নিজেকে বিরত রাখেন নাই। তিনি ছিলেন এই অঞ্চলের সাংবাদিকতার বাতিঘর। তাঁর আর্দশকে ধারণ করে এই অঞ্চলে অনেকে সাংবাদিকতায় যুক্ত হয়েছেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) শফিউল আজম, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, বিএসপিআই’য়ের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস এর স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন, রাঙামাটি জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সম্পাদক বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) এর কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, রাঙ্গামাটি জেলা হেডম্যান এসোসিয়েশশের যুগ্ম সম্পাদক থোয়াই অং মারমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটস এর সম্পাদক মাহাবুব হাসান বাবু, এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, নতুন বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক। সংবর্ধনা সভায় রাঙামাটি, কাপ্তাই এবং রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


মিডিয়া |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions