বান্দরবানে শেষ হলো অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষণ
প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০১৯ ০৪:৫৮:৫৫
| আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ ১০:৩৪:৩০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলার সাংবাদিকদের ৩দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষণ শেষ হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে পিআইবির উদ্যোগে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।
এসময় পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষণ মোঃ শাহ আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গণি, সভাপতি মনিরুল ইসলাম মনু ,সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষণে অংশ নেয়া জেলার ৩৫জন সাংবাদিককে সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক।