বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটি কাউখালী ছিদ্দিক-ই- আকবর (রাঃ) দাখিল মাদরাসা ও শিশু সদন এর অভিবাক সম্মেলন, পুরস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আলহাজ্ব এ্যাডভোকেট মোখতার আহম্মদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলার সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, ছিলেন,ছিদ্দিক-ই- আকবর (রাঃ) দাখিল মাদরাসা ও শিশু সদন এর সুপার আব্দুর রাজ্জাক তালুকদার, ভাইসসুপার কাজী হোসাইন ফারুকী আরো অনেকে।
এসময় বক্তারা বলেন,আমাদের ধর্মীয় শিক্ষায় মনোযোগী হতে হবে।ছাত্রছাত্রীদেরকে নিয়মিত মাদ্রাসায় আসা এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করার পরামর্শ দেন। অভিভাবকদেরকে ছেলে মেয়েদের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান। সন্তানদের পড়ালেখার ব্যপারে অভিভাবকদের সচেতন হওয়ার প্রতি গুরুত্বারূপ করেন।