আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী মনিকাকে সেনাবাহিনীর সংবর্ধনা বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ৪জন সচেতনতা তৈরিতে রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহের উদ্বোধন জেলা পরিষদে বঞ্চিত' ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র উদ্যোগে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে বর্ধিত সভা-২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে লংগদু উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লংগদু উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু নাছির।
বর্ধিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দীপেন তালুকদার বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। কেউ যেন দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলের সোচ্চার থাকতে হবে।
প্রধান বক্তা এডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, “সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দিন। জনগণের সরকার এসে সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন বিলম্বিত হলে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।”
সবশেষে লংগদু উপজেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা।
বর্ধিত সভায় জেলা, উপজেলার নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।