প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৪ ০৩:৪৮:৩৭
| আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ ১২:০৪:১১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আওয়ামী লীগের ঘরোয়া লোকজন ও ফ্যাসিষ্ট সরকারের দোসরদের নিয়ে গঠন করা হয়েছে অন্তর্বতীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, এমনটা অভিযোগ করে নবগঠিত পরিষদকে প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূর হোসেন বলেন, আমরা লক্ষ করেছি এই পরিষদে সকল উপজেলার প্রতিনিধিদের সুযোগ দেয়া হয়নি। ওইসব এলাকার বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে এবং অন্তর্র্বতীকালীন সরকারের সুনামও ক্ষুণ হয়েছে। এই পরিষদের মধ্য দিয়ে জেলা পরিষদে বৈষম্য তৈরি করা হয়েছে। নবগঠিত জেলা পরিষদে এমন ব্যাক্তিকে রাখা হয়েছে যিনি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় সুবিধাভোগিদের এই পরিষদে স্থান দেয়া হয়েছে যা কোন ভাবেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি সমর্থন করে না।
বৈষম্যহীন সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার রক্ত বৃথা যাতে না যায় সেদিকে আমরা গভীর মনযোগ রেখেছি। ইসলামী আন্দোলন যে কারে যে কোন নৈতিক ও যোক্তিক কর্মসুচির সাথে একমত পোষন করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক কর্মসূচীকে শুরু থেকে সমর্থন দিয়ে আসছে।
আমরা আরো লক্ষ্য করেছি যে, এই পরিষদে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনবিচ্ছিন্ন। জনবিচ্ছিন্ন হয়ে কেউ জনগনের প্রতিনিধি হতে পারে না । বর্তমান অর্ন্তর্বর্তীকালীন সরকারের বেশ ভালো ভালো সিদ্ধান্তের বিপরিতে প্রচুর জনবিমুখ সিদ্ধান্ত গ্রহনের কারনে জনমনে এই সরকারের ব্যাপারে বিরুপ মনোভাব তৈরি হয়েছে। যা এতবড় একটি বিপ্লব ঘটে যাওয়ার পর কোনভাবেই গ্রহনযোগ্য নয়। দুঃখজনক হলেও সত্য যে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দল এই বিতর্কিত পরিষদকে শুভেচ্ছা জানাতে চা টেবিলে বসেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল হিসেবে তাদের এমন র্কর্মকান্ডকে প্রত্যাখ্যান করছে। রাজনীতি জনগনের জন্য কোন দলীয় স্বার্থের জন্য নয় ।
আমরা রাষ্ট্রের প্রত্যোকটি অংশে বৈষম্যহীন ব্যবস্থা দেখতে চাই এবং ইসলামী নীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সচেষ্ট হয়ে জনমত গঠনের মাধ্যমে সর্বক্ষেত্রে আওয়াজ তুলতে চাই। শুধু নেতা নয়, নীতির ও পরিবর্তন চাই।
অবিলম্বে নিয়োগকৃত এই পরিষদকে বাতিল ঘোষনা করে নতুন করে সকলের মতামতের ভিত্তিতে বৈষম্যহীন এবং জনগনের আকাংখার প্রতিফলন হয় এমন ব্যাক্তিদের দিয়ে নতুন পরিষদ গঠন করার দাবি জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা।