বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে: ওয়াদুদ ভূইয়া

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৪ ০৫:৫২:২২ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০২:১৪:০১

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি শহরের কলাবাগান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে শহরের মুক্তমঞ্চে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের হাত থেকে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা রাখায় যুব সমাজকে পাহারাদার হিসেবে থাকতে হবে। আওয়ামী দুঃশাসনের সময় দেশের জনগণ ভোট দিতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে তারা ক্ষমতায় ছিল। বিএনপি ভাবে ক্ষমতা আসতে চায়নি। জনগণই বিএনপির ক্ষমতার উৎস। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসবে। তাই জনগণকে সাথে নিয়ে রাজনীতি করার নির্দেশ দেন তিনি। 

 

জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

 

যুব সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হয়। 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions