আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী মনিকাকে সেনাবাহিনীর সংবর্ধনা বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ৪জন সচেতনতা তৈরিতে রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহের উদ্বোধন জেলা পরিষদে বঞ্চিত' ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। পাচ আগষ্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া রাজনৈতিক মামলায় গ্রেফতার সাংবাদিক প্রদীপ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার বিকেলে খাগড়াছড়ি সদর থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণ করেন।
আদালত সূত্রে জানা যায়, প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর, মানিকছড়ি, পানছড়ি ও দীঘিনালা থানায় ৫ টি মামলা রয়েছে। সব মামলায় ৫ আগষ্ট পরবর্তী রাজনৈতিক মামলা।
সাংবাদিক প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এ ছাড়া দৈনিক সমকাল, দীপ্ত টিভি ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় খাগড়াছড়ি জেলা থেকে কর্মরত।
গতকাল শুক্রবার বিকেলে প্রদীপ চৌধুরীকে খাগড়াছড়ি সদর হাসপাতাল সড়ক থেকে গ্রেফতার করা হয়। প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের অনেক পেশাজীবী সাংবাদিক।