রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৪ ০৬:০৬:৫৭ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ১১:২৭:৩১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  বুধবার বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেককাটা হয়। 

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন খান। 

 

এতে দৈনিক কালবেলা রাঙামাটি জেলা প্রতিনিধি মিশু দে' সঞ্চালনায় শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেনরাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,   দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়াররাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ। 

 

এতে রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিক বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

এতে বক্ত্যরা বলেন, কালবেলার দুই বছরে পাঠকের মন জয় করেছে।  জনদূর্ভোগের চিত্র তুলে ধরেছে যা সরকারের বিভিন্ন মহলে নজরে এসেছে এবং কার্যকর প্রদক্ষেপ নেয়া হয়েছে।  কালবেলার এই জনমুখী লেখুনি অব্যাহত রাখার আহবান জানিয়েছেন বক্তারা।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions