শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটি শহরের ১৪টি পুজা মণ্ডপে অনুদান বিতরণ

প্রকাশঃ ১২ অক্টোবর, ২০২৪ ০৮:৫৬:০৩ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০৬:৪৭:০৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা শহরের ১৪টি দুর্গোৎসব মণ্ডপে অনুদান বিতরণ করা হয়েছে।


শনিবার (১২ অক্টোবর) বিকালে শহরের ১৪টি পূজা মণ্ডপে সাবেক পৌর কাউন্সিলর প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিনের পক্ষ থেকে অনুদান পৌঁছে দেয়া হয়।

পুজো মণ্ডপ হলো- রিজার্ভ বাজার গীতাশ্রম, আইচ ভবন, বিশ্বনাথ মন্দির, হরি মন্দির, পৌর কলোনী, গর্জনতলী, কাঁঠালতলী দুর্গা মন্দির, হ্যাপির মোড় জগদ্ধাত্রী মাতৃমন্দির, কালিন্দপুর দুর্গা মাতৃমন্দির, কলেজ গেইট দুর্গা মন্দির, ভেদভেদী রক্ষাকালী মন্দির, তবলছড়ি রক্ষাকালী মন্দির, স্বর্ণটিলা মন্দির, আসামবস্তি শীতলা মাতৃমন্দির।


এসময় সংশ্লিষ্ট মন্দির দুর্গোৎসব উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


সাবেক প্যানেল মেয়র মো. হেলাল  উদ্দিন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। রাঙামাটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। শারদীয় দুর্গোৎসব যেন সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে; সেটাই আমাদের প্রত্যাশা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions