শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা: অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ৩

প্রকাশঃ ০৪ অক্টোবর, ২০২৪ ১১:০৭:৩৬ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৭:০২:৩৭

 সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় অনিক কুমার চাকমা হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের আদালতে তোলা হলে বিচারক ১জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ আদালত সূত্র জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অনিক কুমার চাকমা হত্যা মামলায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে  বৃহস্পতিবার দিবাগত রাতে এক আসামিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

অন্যদিকে  তিনজন গ্রেপ্তার হলেও দুইজন হত্যা মামলা এবং একজন সাম্প্রদায়িক সহিংসতার মামলার আসামি। এরমধ্যে হত্যা সহিংসতার মামলার দুই আসামি নাবালক হওয়ায় তাদের শিশু আদালতে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছেন বিচারিক।

 

শুক্রবার ( অক্টোবর) বিকালে আসামিকে রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভিন মিলির আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

 

জানা গেছে, জেল হাজতে পাঠানো আসামি মো. রুবেল (২৩) রাঙামাটি জেলা শহরের চম্পকনগর এলাকার বাসিন্দা। শুক্রবার বিকালে আদালতে তোলা হলে রুবেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন। 

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা থেকে আসামি রুবেল গ্রেপ্তার করা হয়। অন্যদের রাঙামাটি থেকে আটক করা হয়।

 

প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাঙামাটি শহরের সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় জেলা শহরের কালিন্দীপুর এলাকার প্রবেশ মুখে অনিক কুমার চাকমাকে পিটিয়ে হত্যা করা হয়। অনিক কুমার চাকমা রাঙামাটি সদর উপজেলা জীবতলী ইউনিয়নের নোয়াদম পাড়ার আদর সেন চাকমার ছোট ছেলে এবং কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। পিটিয়ে হত্যার ঘটনার পর দুদিন পর ২২ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন অনিকের বাবা আদর সেন চাকমা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions