প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৩৫:৪৫
| আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ ০১:৪২:০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ' রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে 'রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, আধুনিক যুগে স্ব- স্ব প্রতিষ্ঠানের ওয়েব পোর্টালগুলো আপডেট থাকতে হবে। তাদের কার্যক্রমগুলো তুলে ধরতে হবে।
তারা আরও বলেন, তথ্য অধিকার জানা সাংবিধানিক অধিকার। তবে কিছু তথ্য আছে এক বছর, কিছু তথ্য আছে দুই বছরের, পাঁচ বছরের। এরকম তথ্য মেয়াদ শেষে পাওয়া যায় না। রাষ্ট্রের গোপন কিছু তথ্য রয়েছে। চাইলে এসব তথ্য জানা যাবে না।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ তথ্য আইন সম্পর্কে এখনো অবগত হয়নি। তাদের তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিত করতে সচেতনতায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক মতিউর রহমান, সচেতন নাগরিক কমিটি ( সনাক) জেলা কমিটির সদস্য মোহাম্মদ আলী, নিরূপা দেওয়ান, ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ( টিআইবি) জেলার কো-অর্ডিনেটর বেনজিন চাকমা বক্তব্য রাখেন।