রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে পিবিএল’র সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:১৪:৫২ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৯:০৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটিতে প্রো-বেটার লাইফ (পিবিএল) বাংলাদেশের আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( সেপ্টেম্বর) জেলা শহরের হ্যাপির মোড়স্থ নিজ কার্যালয়ে বিকাল ৪টায় সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

 

এতে অতিথি ছিলেন জাতীয় মানিবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য শিক্ষাবিদ নিরূপা দেওয়ান এবং পিবিএলের বোর্ড অফ ডিরেক্টর গৌরিকা চাকমা। অনুষ্ঠানে পিবিএলের চেয়ারম্যান প্রফেসর রণজ্যোতি চাকমা চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসিসটেন্ট ডিরেক্টর মো. আব্দুল কাদের এবং পাবলিক রিলেশন অ্যান্ড সেলস ম্যানেজার নুকু চাকমা প্রমুখ। 

 

অনুষ্ঠানে এসএসসি কম্বো কোর্স ২০২৪- ২৩ জন শিক্ষার্থী এবং সাফল্যের তারকার (৬ষ্ঠ ব্যাচ) জন শিক্ষার্থীকে সনদ বিতরণ করা হয়।

 

আলোচনা সভায় অতিথিরা বলেছেন, আমাদের শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হওয়ার পথে এগিয়ে যেতে হবে। প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকা প্রয়োজন। স্বপ্ন মানুষকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগায়। 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions