রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

কাউখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২২ পরিবারের পাশে রাঙামাটি কলেজের শিক্ষার্থীরা

প্রকাশঃ ০৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:০৬:১৮ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪০:৫৭
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। অতিবৃষ্টির কারণে পাহাড়ী ঢল ও পাহাড় ধসে গতমাসে কাউখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে আশ্রয়ন প্রকল্পের ২০ টি ঘর সহ প্রায় শতাধিক ঘরবাড়ী। এসব ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর চেষ্টার করছে বিভিন্ন সামাজিক সংগঠন। এবার আশ্রয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারসহ ২২ টি পরিবারকে বিছানা বাঁলিশ দিয়েছে রাঙামাটি সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। 

বুধবার বিকেলে কলেজের শিক্ষার্থীরা উপজেলার উক্যজাই পাড়ার আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকা পরিবারগুলোর মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীরা জানান, রাঙামাটি কয়েকটি উপজেলায় পাহাড়ি ঢলে অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের স্বাধ্যের মধ্যে চেষ্টা করছি তাদের পাশে দাড়াতে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions