মাজারে হামলা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ৮দফা দাবি শিক্ষার্থী তানজিনের চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার সড়ক নির্মাণে 'রিফ এন্টারপ্রাইজ'এর অনিয়মের তদন্তের দাবীতে মানববন্ধন সবার জন্য গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব: হাসনাত আবদুল্লাহ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ভারী বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার-দীঘিনালা সড়কের তিন কিলো এলাকায় সড়ক ধেবে গিয়ে বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সড়ক বিভাগের লোকজন সড়ক মেরামত করে ১২ ঘন্টার পর যানচলাচল স্বাভাবিক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ১০ টার দিকে মারিশ্যা- দীঘিনালা সড়কের ৩ কিলো এলাকায় সড়ক ধেবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বুধবার(০৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ সড়কটি মেরামতের কাজ করে যান চলাচল স্বাভাবিক করেছে। মারিশ্যা-দিঘীনালা সড়কটি বাঘাইছড়ি উপজেলার সাথে যোগাযোগের এক মাত্র সড়ক।
বাঘাইছড়ির স্থানীয় যুবক আরিফুল ইসলাম জানিয়েছে,গতকাল(মঙ্গলবার) সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় ফলে মারিশ্যা-দীঘিনালা সড়কের তিন কিলো এলাকায় সড়ক ধেবে গিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিলো। সকালে সড়ক বিভাগের লোকজন সড়কে মেরামতের কাজ করে ১১ টার দিকে গাড়ি চলাচল শুরু করেছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, রাতে আমরা মারিশ্যা- দিঘীনালা সড়কে পাহাড় ধসের খবর পেয়েছি। কিন্তু রাতে জনবল পাঠানো সম্ভব হয়নি। পরে সকালে লোকজন পাঠিয়ে জানতে পারি সড়কটি একটু ধেবে গিয়ে গাড়ি চলাচল সমস্যা হচ্ছিল। আমাদের লোকজন সড়কে কাজ করে যানচলাচল স্বাভাবিক করেছে।