৯ দফা দাবিতে লংগদুতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দশ লক্ষ টাকা জমা দিয়েছে ইউপিডিএফ লংগদুতে প্রভাবশালীদের অবৈধ দখলে অর্ধশত একর বনভূমি ! পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি সহাবস্থানের পক্ষে বান্দরবানে পর্যটক ভ্রমণে বিধি নিষেধ প্রত্যাহারের দাবি
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। খেলার ছলে দুই বন্ধু নদীতে নেমে এপার থেকে ওপারে যাওয়ার চেস্টার সময় নদীর পানির প্রবল স্রোতে বান্দরবান পৌর এলাকার বালাঘাটার বাসিন্দা মো.মারুফ (১৭) নামে এক কিশোর নদীতে নিখোজ হয়েছে।
শুক্রবার( ১৬ আগস্ট ) দুপুর
সাড়ে বারোটার দিকে বান্দরবান পৌর এলাকার মধ্যম পাড়া সাঙ্গু নদীর খেয়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে নদী পার হতে পারা তার অপর বন্ধু বিষয়টি পরে সাঙ্গু নদীর তীরে বসবাসকারীদের জানালে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংবাদ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নিখোজ কিশোরটিকে উদ্ধারে কাজ শুরু করে ।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান,সংবাদ পাওয়া মাত্র আমাদের টিম কাজ করছে এবং নিখোজ কিশোরটি দ্রুত উদ্ধারে জন্য আমরা রাংঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ডুবুরী আনার যোগাযোগ করছি, আশাকরি ডুবুরী চলে আসলে কিশোরটিকে উদ্ধার করা সম্ভব হবে।