রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। খেলার ছলে দুই বন্ধু নদীতে নেমে এপার থেকে ওপারে যাওয়ার চেস্টার সময় নদীর পানির প্রবল স্রোতে বান্দরবান পৌর এলাকার বালাঘাটার বাসিন্দা মো.মারুফ (১৭) নামে এক কিশোর নদীতে নিখোজ হয়েছে।
শুক্রবার( ১৬ আগস্ট ) দুপুর
সাড়ে বারোটার দিকে বান্দরবান পৌর এলাকার মধ্যম পাড়া সাঙ্গু নদীর খেয়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে নদী পার হতে পারা তার অপর বন্ধু বিষয়টি পরে সাঙ্গু নদীর তীরে বসবাসকারীদের জানালে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংবাদ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নিখোজ কিশোরটিকে উদ্ধারে কাজ শুরু করে ।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান,সংবাদ পাওয়া মাত্র আমাদের টিম কাজ করছে এবং নিখোজ কিশোরটি দ্রুত উদ্ধারে জন্য আমরা রাংঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ডুবুরী আনার যোগাযোগ করছি, আশাকরি ডুবুরী চলে আসলে কিশোরটিকে উদ্ধার করা সম্ভব হবে।