৯ দফা দাবিতে লংগদুতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দশ লক্ষ টাকা জমা দিয়েছে ইউপিডিএফ লংগদুতে প্রভাবশালীদের অবৈধ দখলে অর্ধশত একর বনভূমি ! পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি সহাবস্থানের পক্ষে বান্দরবানে পর্যটক ভ্রমণে বিধি নিষেধ প্রত্যাহারের দাবি
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদম উপজেলায় ঠিকাদারী প্রতিষ্ঠান "মেসার্স রিফ এন্টারপ্রাইজ"কর্তৃক আলীকদম উপজেলা হতে নাইক্ষ্যংছড়ি দৌছড়ি রোড় চেইনিং ৩৮২০ হতে ৫৫৬০ মিটার রাস্তা নির্মাণরকাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে আলীকদম উপজেলার সবর্স্তরের জনসাধাণ।
বুধবার (১১ সেপ্টম্ববর) দুপুরে আলীকদম উপজেলা পরিষদের সাাামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মেসার্স রিফ এন্টারপ্রাইজ আলীকদম দৌছড়ি সড়ক নির্মাণে কি পরিমাণ অনিয়ম দূৃৃর্নীতি করেছে তা বলে শেষ করা যাবে না। বিশেষ করে পাহাড়ের মাটি কে বালি হিসেবে ব্যবহার,ঝিরি-ঝরনার পাথর ও নিম্নমানের ইট দিয়ে রাস্তা নিমার্ণ করেছে আর আমরা এলাকাবাসী এর প্রতিবাদ করলে ঠিকাদার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আমাদের বাকরুদ্ধ করেছিলো। আমরা চাই সড়ক নির্মাণে এমন অনিয়ম ও দূর্নীতির সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক।
এসময় বক্তারা আরো বলেন, এর আগেও রিফ এন্টারপ্রাইজের বিরুদ্ধে একাধিক পত্র পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়, তারপরও কেন প্রশাসন নিরব। আমরা চাই কাজের গুণগত মান ঠিক করা হোক, না হলে আগামীতে এর চেয়েও বড় যেকোন কর্মসূচি গ্রহণে আলীকদমবাসী প্রস্তুত।
মানববন্ধন শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হোসেন চৌধুরীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে রিফ এন্টারপ্রাইজের অনিয়ম ও দূর্নীতির তদন্তের দাবী জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন আলীকদম উপজেলার সবর্স্তরের জনসাধারণ।