বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : শাকিল মরহুম রবিউল হক মেম্বার স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাঘাইছড়ি চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক কমিটি গঠন বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি । রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে জটিলা চাকমা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত পৌনে দুইটার দিকে উপজেলার ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের ভুদোছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বজ্রপাতে নিহত জটিলা চাকমা (৫৮) ওই এলাকার প্রমোধ কান্তির চাকমার স্ত্রী।
স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাসায় তিনজন একসঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রমোধ কান্তির চাকমার স্ত্রী জটিলা চাকমা আহত হন এবং পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভূষণছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুদোছড়া এলাকায় বজ্রপাতে এক নারী মারা গেছেন।
বিষয়টি বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্য চিং মারমা সাগরও নিশ্চিত করেছেন।
এদিকে, একই দিন কাছাকাছি সময়ে রাঙামাটির লংগদুতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে আয়েশা সিদ্দিকা নামের এক কিশোরীর মৃত্যু হয়।