প্রকাশঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০২:১৩:২৮
| আপডেটঃ ০১ জানুয়ারী, ২০২৫ ০৯:৪৫:৫৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচিতে, ব্যংক ডাকাতি ও হামলার ঘটনায় সন্দেহভাজন আরও ২ কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।
আসামিরা হলেন বান্দরবান সদরের ৪নং সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড ফারুক পাড়া এলাকার লাল টুয়ান বমের ছেলে টাইসন বম (২৩) ও সানকিম বমের ছেলে ভান খলিয়ান বম (৩৭)।
আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের থানচিতে ব্যংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুইজন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।
প্রসঙ্গত: এর আগে বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এক জীপ চালকসহ কেএনএফ এর ৬৩ জন সদস্যকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।