প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৮:১৬
| আপডেটঃ ০৪ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৮:২৩
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান।“ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, মোঃ আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো.রায়হান কাজেমী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।