লংগদুতে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
প্রকাশঃ ০২ জানুয়ারী, ২০২৫ ০৪:২৫:০৫
| আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৫:৫৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির লংগদু উপজেলায় নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোলাগুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সদস্য নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ম্রাঅং মারমা(৩২)। তিনি আঞ্চলিক দল ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করেছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারী) সকালে উপজেলার কাট্টলী বিলের বন্ধুকভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় এম আর রাইফেল একটি, এ্যামো ৩০ রাউন্ড, সেনাবাহিনীর নকল পোশাক, মুঠোফোন ১২ টি, বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড ০২ টি, ব্যাগ ০৫ টি, কম্বল ১০ টি, নগদ টাকা এবং বিভিন্ন প্রকারের নথি সামগ্রী উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী সুত্র জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় গোলাগুলিতে একজন সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করেছে।
তবে নিহত ব্যাক্তি ইউপিডিএফের কিনা তার সত্যতা ইউপিডিএফ থেকে নিশ্চিত করা হয়নি।