সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি কাউখালীতে সমাজ সেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) কাউখালী উপজেলা সমাজ সেবার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ইউএনওর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দীন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,কাউখালী কৃষি কর্মকর্তা রাসেল সরকার,সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আল নুর,কাউখালী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ,উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।