শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪

মিয়ানমারের সীমান্তরক্ষী ১৭৯ সদস্যের আশ্রয় হলো নাইক্ষ্যংছড়ির বিজিবি স্কুলে

প্রকাশঃ ১৩ মার্চ, ২০২৪ ১২:৩৯:৪৩ | আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:১৫:৩৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এর ১৭৯ সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের ১১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যলয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত মিয়ানমারের বিজিপির মোট ১৭৯ জন সদস্যকে নিরস্ত্রীকরণ করে তাদের  নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যলয়ে আশ্রয় দেওয়া হয়।
সুত্রে জানা গেছে, তাদের বিজিবির তত্বাবধানে রাখা হয়েছে এবং চিকিৎসা ও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ মুজাহিদ উদ্দিন জানান, ১১ মার্চ প্রথমে সকালে ২৯জন ও পরে রাতে ১৫০জন মিলে সর্বমোট ১৭৯জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে, বর্তমানে তাদের পরিচয় সনাক্তকরণ কাজ চলছে। পরবর্তী সিদ্বান্ত মোতাবেক তাদের জন্য ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

প্রসঙ্গত: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে আবারোও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের জামছড়ি এলাকার ৪৫-৪৬ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে গত ১১ মার্চ দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭৯সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আর তাদের নিরস্ত্র করে সার্বিক তদারকি করছে ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions