শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪

মিয়ানমারের ছোড়া গুলির আঘাতে নাইক্ষ্যংছড়ির এক ইউপি সদস্য আহত

প্রকাশঃ ১১ মার্চ, ২০২৪ ০৮:৪৩:৪৪ | আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৫১:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে সাবের হোসেন নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে তিনি গুলিবিদ্ধ হয়, পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ এইচ এফপিও) আবু জাফর মোহাম্মদ ছলিম ঘটনার সত্যতা শিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ ইউপি সদস্য সাবের হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে,পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন জানান, সোমবার বিকাল ৪টার দিকে সীমান্ত এলাকা জামছড়ি মসজিদের পাশে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন জামছড়ি ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাবের আহমদ। এসময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা একটা গুলি তার কোমড়ে এসে লাগে, তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে এর আগে সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকা দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। নতুন করে মিয়ানমার থেকে পালিয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা বাংলাদেশে প্রবেশ করায় স্থানীয় জনপ্রতিনিধির অনেকেই সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে এবং তারা স্থানীয়দের সাথে মতবিনিময় করছে এবং যেকোন ঘটনা ঘটলে প্রশাসনকে জানানোর অনুরোধ করছে।

এদিকে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সকাল থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করার পরপরই সীমান্তের নিরাপত্তা ব্যাবস্থা আরো জোরদার করা হয়েছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহল বৃদ্ধি করা হয়েছে।  

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions