শনিবার | ১৯ অক্টোবর, ২০২৪

প্রার্থণার মধ্যদিয়ে বাঘাইছড়ি থেকে দীপংকর তালুকদারের প্রচারণা শুরু

প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৩ ০২:১২:০৮ | আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ ০১:৩৪:১৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার দূর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় উপাসনার মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার।

আজ মঙ্গলবার সকাল ১১টায় মারিশ্যা ইউনিয়নের তুলাবান নবরতœ বৌদ্ধ বিহারে ধর্মীয় উপাসনা শেষে বিহার প্রাঙ্গনে স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মারিশ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: নুর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক সন্তোষ কুমার চাকমা, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেন, নবরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ্য আর্যকীর্তি স্থবির, মারিশ্যা ইউনিয়নের পাড়া প্রধান আলোক বিকাশ খীসা প্রমুখ।

মতবিনিময় সভায় দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ সম্পাদনের পাশাপাশি এখানে সকল সম্প্রদায়ের মধ্যে সা¤প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ পাহাড়ে সকল সম্প্রদায়ের  সস্প্রীতি অটুট রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

মতবিনিময় শেষে তিনি বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার নির্বাচনী প্রচার প্রচারণা ও মতবিনিময় সভায় অংশ নিবেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions