রাঙামাটির বরকলে বিএনপি উপজেলা কার্যালয় উদ্বোধন রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুনভাবে সাজানো হবে বান্দরবান জেলা পরিষদ : অধ্যাপক থানজামা লুসাই সাফ বিজয়ী কন্যাদের রাঙামাটিতে সংবর্ধনা দেয়া হবে শনিবার আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে রিসাং ঝর্নায় বেড়াতে গিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৮অক্টোবর) খাগড়াছড়ি জেলা৷ মাটিরাঙ্গা উপজেলার ঝর্ণায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সাঁতার না জানার কারণে রিসাং ঝর্নার উপরের গভীর কুপে পড়ে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্র মো. রাকিব(২৫) নামে মৃত্যু হয়েছে। নিহত রাকিব খাগড়াছড়ি জেলা সদরের আনন্দ নগরস্থ বলপেইয়ে আদাম এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে ৪বন্ধু মিলে মাটিরাঙ্গা ইউনিযনের রিসাং ঝর্ণায় বেড়াতে যায়। পরে রিসাং ঝর্ণার উপরের দিকে ঝর্ণার পানিতে গোসলের জন্য উপরে উঠে কুপে লাফ দিয়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সুপার মো. ারেফিন জুয়েলের নির্দেশে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারের চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে ঘটিকা রাকিব-কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান,দুপুরের দিকে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের টীম নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জানতে পারি,চারজন বন্ধু মিলে ঝর্ণায় ঘুরতে গিয়ে,সাঁতার কাটার সময় রাকিব গভীর পানিতে ডুবে যায়। পরে রাঙ্গামাটির ডুবুড়ি দলকে খবর দিয়ে এনে,বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে রিসাং ঝর্ণার উপরের আরেকটি ঝর্ণায় গভীর কুপ থেকে রাকিবকে উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সুরতহাল প্রস্তুতপূর্বক বিনা ময়না তদন্তে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।