শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের লক্ষীপূজা উদযাপন

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২৪ ০৩:৪০:০৫ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৩:৫৯:০৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান লক্ষীপূজা আজ। শারদীয় দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এই লক্ষীপূজা উদযাপন করছে। বাঙালি হিন্দুরা ঘরে ঘরে ধনসম্পদ আর ঐশ্বর্যের দেবী হিসেবে লক্ষীপূজা করে থাকে প্রতিবছরই।

এদিকে লক্ষীপূজা উপলক্ষে ভোর থেকে বান্দরবানের প্রতিটি হিন্দু সম্প্রদায়ের পরিবারের চলছে আনন্দ আয়োজন। পুরোহিতরা বাড়ী বাড়ী গিয়ে করছেন লক্ষীদেবীর পূজা। ধুপ, মোমবাতি ও আগরবাতি প্রজ্জলনের পাশাপাশি লক্ষীদেবীকে নানারকম উৎকৃষ্ট খাবার পরিবেশনের পাশাপাশি নিজ নিজ পরিবারের সুখ শান্তি বৃদ্ধি এবং ঐশ্বর্যের কামনা করছে ভক্তরা।

ভোর থেকে পূর্ণিমা শুরুর পর পুরোহিতরা বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের বাড়ী বাড়ী গিয়ে লক্ষী দেবীর পূজা করছে আর সন্ধ্যায় পূর্নিমা শেষে এই লক্ষীপূজার সমাপ্তি ঘটবে।

শাস্ত্র মতে, পূর্ণিমা তিথিতে ধনসম্পদ,প্রাচুর্য,সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষী বিষ্ণুলোক থেকে পৃথিবীতে নেমে আসে পূজা গ্রহণ করতে, আর লক্ষী দেবী সšু‘ষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকে না,বাড়ে সুখ-স্বাচ্ছন্দ্য।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions