নাশকতা চেষ্টার অভিযোগে রাঙামাটিতে যুবদল নেতা গ্রেফতার
প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২৩ ০৩:৪৪:০৮
| আপডেটঃ ০৪ নভেম্বর, ২০২৪ ০৪:২৬:৫৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজার এলাকা থেকে নাশকতা চেষ্টার অভিযোগে জেলা যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভবাজার মাছ বাজার থেকে মো. সাইফুল ইসলাম সাবু’কে আটক হয় বলে অভিযোগ যুবদল নেতাদের।
জানা গেছে, মো. সাইফুল ইসলাম ওরফে সাবু জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম অভিযোগ করে বলেন, ‘রিজার্ভবাজার মাছ বাজার থেকে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে জেলা যুবদল নেতা সাবুকে আটক করা হয়। এখন সাবু কোথায় আছে আমরা এখনো জানতে পারিনি।’
এদিকে, রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে যুবদলের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।’