রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা: অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ৩ লংগদুর শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বান্দরবানে দূর্গা পূজা উদযাপন কমিটির সাথে সেনাবাহিনীর মতবিনিময় ১৬ বছর পর লংগদুতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পিত সংঘাত সৃষ্টিকারী পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি পিসিসিপি'র
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে শান্তিবালা চাকমা নামের এক পাহাড়ি গৃহিণীর পাশে দাঁড়িয়েছে লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি)।
সোমবার (২০ নভেম্বর) ১২টায় জোনের মাইনীমুখ আর্মি ক্যাম্পে জোন অধিনায়কের পক্ষে শান্তি বালা চাকমা (৫৩)কে সুচিকিৎসার জন্য সরাসরি তার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন ক্যাপ্টেন হাসিব।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আটারকছড়া ইউনিয়নের ২নম্বর করল্যাছড়ি ওয়ার্ড এলাকার বাসিন্দা চন্দ্র চাকমার স্ত্রী শান্তিবালা চাকমা।
শান্তি বালা চাকমার স্বামী চন্দ্র চাকমার উপস্থিতিতে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে তার স্ত্রীর সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে জোন অধিনায়ক হিমেল মিয়া বলেন, অসাম্প্রদায়িক চেতনায় পাহাড়ের মানুষের পাশে থেকে খাদ্য, শিক্ষা, চিকিৎসা সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা নিয়োজিত। তারই ধারাবাহিকতায় শান্তি বালা চাকমাকে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।