বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : শাকিল মরহুম রবিউল হক মেম্বার স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাঘাইছড়ি চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক কমিটি গঠন বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
বিশেষ অতিথি হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, বিশিষ্ট সসমাজসেবক সুফিয়া কামাল ঝিমি উপস্থিত ছিলেন।
জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ভলান্টিয়ার জয়ন্তি ত্রিপুরা, এনসিটিএফ রাঙামাটির সভাপতি সুমাইয়া আক্তার স্নেহাসহ এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়াই মুভ্স প্রকল্পের অওতায় এনসিটিএফ রাঙামাটি জেলা শাখার সদস্যদের অংশগ্রহণে ইয়েস বাংলাদেশ এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।